• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন তানহা মৌমাছি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  

এ প্রজন্মের বাংলাদেশের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহিন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। সবশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গিয়েছে। এছাড়াও কাজ করছেন ইয়েস ম্যাডাম ও দখল নামের দুটি সিনেমায়।

 

এদিকে, তানহা মৌমাছি  নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘লাল বল’। ছবিটি পরিচালনা করবেন এনটিভি অনলাইনের বিনোদন সাংবাদিক মাজহার বাবু। এতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য বুধবার (২৯ জানুয়ারি) চুক্তিবদ্ধ হলেন তানহা। নায়ক চরিত্রে কে থাকবেন তা খুব শীঘ্রই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে। ছবিটি সারগাম এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রের ব্যানার থেকে নির্মিত হবে। 

 

এ প্রসঙ্গে মাজহার বাবু বলেন, ‘খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু করব। গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। সিনেমায় তিনটি গান ব্যবহার করা হবে। গল্পের প্রযোজনে আমাদের জাতীয় সংগীত ব্যবহার করব এই সিনেমায়। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে পুরো জাতীয় সংগীত ব্যবহার করা হবে। এছাড়াও সিনেমায় বিশেষ কিছু চমক রয়েছে। খুব শীঘ্রই মহরতের মধ্য দিয়ে আমরা তা প্রকাশ করব।’

 

নতুন ছবি প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘এটি ভালো গল্পের ছবি হবে বলে আশা রাখছি। বর্তমান যে ছবিগুলো হচ্ছে, তার চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটের ছবি এটি। আসলে ভালো একটি চিত্রনাট্য পেয়েছি। গল্প ভালো লেগেছে। যার কারণে এই ছবিতে কাজ করছি। কাজ শুরুর আগেই বলতে পারি, ভালো একটি চলচ্চিত্র হবে ‘লাল বল’।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর