• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নারী ধর্ষণে যাবজ্জীবন, ২২ বছর ছদ্মবেশেও রক্ষা পেলেন না তিনি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ প্রায় ২২ বছর পর গ্রেফতার করা হয়েছে। ২২ বছর ধরে ছদ্মবেশে থেকেও রক্ষা পেলেন না তিনি। সাজাপ্রাপ্ত তসলিম উদ্দীনকে বুধবার নারায়ণগঞ্জের গাউসিয়া মার্কেট সংলগ্ন ফলপট্টি এলাকা থেকে র‌্যাব-৩ এর সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, দিনাজপুরের খানসামার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের বাসিন্দা তসলিম উদ্দিন ২০০০ সালে খানসামার খামারপাড়া ইউনিয়নে ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ নামে এনজিওতে সুপারভাইজার ছিলেন। ভিকটিম নারী ওই এনজিও থেকে নিয়োগকৃত শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। এর সুবাদে ওই নারীর সঙ্গে পরিচয় হয় তসলিমে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করে তসলিম। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই নারীর গর্ভপাত ঘটান। পরে এ নিয়ে মামলা করলে ২০১৩ সালে তসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর