• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত ৫

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

নিউজিল্যান্ডে হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় ২০ জন আহত ও পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছে ২৭ জন ।

সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

 

এক সংবাদ সম্মেলনে ডেপুটি কমিশনার জন টিমস বলেন, নিখোঁজ লোকজনের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো অনেকেই সেখানে অবস্থান করছে। আর সেখানে উদ্ধার অভিযান চালানোও এখন বেশ বিপজ্জনক হয়ে পড়েছে। এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। 

 

সেন্ট জন অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, আহতদের দ্রুত চিক্যিসার জন্য এরই মধ্যে একটি ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলে ডাক্তারসহ সাতটি হেলিকপ্টার পাঠিয়েছে সংস্থাটি।

 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান বলেছেন, আমরা জানি সেখানে বিপর্যয়ের সময় নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশের পর্যটকরা ছিলেন। এছাড়া ওই এলাকায় অস্ট্রেলিয়ায় নাগরিকও আছেন বলে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, এর আগে ১৯১৪ সালে ওই দ্বীপেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। খনিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর