• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ মে ২০২১  

করোনা ভাইরাসের কারণে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারী নির্দেশনায় সারাদেশের মতো টাঙ্গাইলেও ঈদগাহ মাঠের পরির্বতে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মে) সকালে কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় গোরস্থান মসজিদসহ পাড়ামহল্লাগুলোর মসজিদগুলোতে বেশ কয়েক দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা ও উপজেলার অন্যান্য মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মুসুল্লীরা সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের নামাজে অংশ নেন। মুসল্লিদের অনেকেই ফাঁকা ফাঁকা হয়ে স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে দেখা গেলেও অনেককে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেখা যায়। নামাজ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় এবং করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া করা হয়। খুতবা শেষে মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ভিন্ন পরিস্থিতিতে করোনা মহামারি থেকে পরিত্রাণের কামনা করা হয়। তবে নামাজ শেষে এবার ছিল না ঈদের কোলাকোলী।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর