• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

‘প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

অর্থমন্ত্রী আ হ  ম মুস্তফা কামাল বলেছেন, প্রত্যেক পরিবারে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
বুধবার বিকেলে নাঙ্গলকোটের ঐতিহ্যবাহি মনতলী রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 
তরুণদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, এখন সময় তোমাদের। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। অনেক সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে লেখাপড়া করছো। আমরা কুপির আলোতে লেখাপড়া করেছি। পায়ে হেঁটে স্কুল-কলেজে গিয়েছি। তোমাদের কাছে অনুরোধ, আমরা দেশটাকে যেখানে রেখে যাব। তোমরা সেখান থেকে শুরু করবে। বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. জালাল উদ্দিন সিদ্দিকি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এমরান কবির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল হোসেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর