• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

জামালপুরের বকশীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা সম্মেলনকক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। 

সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ। 

সেমিনারে জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক , ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। 

খাদ্যদ্রব্য বা খাদ্যপকরণে বিষাক্ত দ্রব্যের ব্যবহার (ধারা ২৩),ভেজাল খাদ্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় (ধারা ২৫), নির্ধারিত মাত্রার অতিরিক্ত পরিমাণ খাদ্য সংযোজন দ্রব্য বা প্রক্রিয়াকরণ সহায়ক দ্রব্য কোন খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণে ব্যবহার (২৭), খাদ্য ব্যবসা পরিচালনাকালে সংশ্লিষ্ট পক্ষ গণের নাম,ঠিকানা ও রসিদ বা চালান সংরক্ষণ এবং কর্তৃপক্ষ বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে প্রদর্শন না করা (ধারা ৩৮) সহ নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন আইন ও অপরাধ ও দন্ড নিয়ে আলোচনা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর