• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে ভেকু দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনাদায়ে ২০ দিনের জেল দেয়া হয়। পরে টাকা দিয়ে মুক্ত পান দণ্ডপ্রাপ্ত শওকত আলীর ছেলে আবুল কাসেম (৫৫) ।

৩০ মার্চ মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া এলাকায় দশানী নদী থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলো আবুল কাশেম।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডদেশ দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর