• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে সব মার্কেট বন্ধ ঘোষনা করেছে প্রশাসন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ মে ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় এবং সামাজিক দূরত্ব বজায় না থাকায় শপিংমল, হকার মার্কেট সহ সব ধরণের মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার প্রশাসনিক ক্ষমতা বলে মার্কেট গুলো বন্ধ ঘোষনা করেন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান গুলো খোলা থাকবে। 

 

জানা গেছে, গত ১০ মে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার শপিং মার্কেট গুলো খোলা হয়। কিন্তু এসব মার্কেটে স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না। মুনাফালোভী ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি উপেক্ষা করে মার্কেট গুলো খোলা রাখেন এবং বেচাকেনা করেন। 

 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোষাক বিক্রির দোকান, হকার মার্কেট সহ সব ধরণের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন। 

 

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার বলেন, স্বাস্থ্য বিধি না মানায় মানুষের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে মার্কেট গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর