• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারেনর খুনি আবদুল মাজেদ গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর সাড়ে ১১ এলাকার এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে, সন্ত্রাস দমন বিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। এরইমধ্যেই তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি হলেন ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ। তিনি দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিলেন। পলাতক অন্য পাঁচ খুনি হলেন- আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী ও রিসালদার মোসলেম উদ্দিন। এদের মধ্যে কানাডায় নূর চৌধুরী, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে আছে। তবে খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদ কোন দেশে অবস্থান করছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

 

২০০৯ সালে ইন্টারপোলের মাধ্যমে এসব আসামিদের বিরুদ্ধে রেড এলার্ট জারি করে বাংলাদেশের পুলিশ। এছাড়া আইনি প্রক্রিয়াশেষে ২০১০ সালের ২৭ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর