• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাঁশখালী থানার সামনেই ৪৬ লিটার চোলাই মদসহ আটক ২জন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১  

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৬ লিটার চোলাই মদ ও পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি টিম। এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী থানা পুলিশের চৌকস এসআই নাজমুল হক ও তার সঙ্গীয় ফোর্স।

 

শুক্রবার (৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশখালী-পেকুয়া সংযোগ আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনাকালে খোদ বাঁশখালী থানার সামনে কালীবাড়ি মন্দিরের পাশে ৪৬ লিটার চোলাই মদ সহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান বাঁশখালী থানা পুলিশের এসআই (নি:) নাজমুল হক। 

 

গ্রেফতারকৃতরা হলেন- লামা থানাধীন লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মু. সবুজ চৌধুরীর ছেলে মু. আব্দুল্লাহ্ (১৯) ও বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডি এলাকার অরুণ দাশের ছেলে রাজিব দাশ (৩০)।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার সামনে কালীবাড়ি মন্দির এর পাশে অভিযান পরিচালনাকালে মোটরসাইকেলের ড্রাইভার ও পিছনে যাত্রীর কাছে থাকা ২ টি কাপড়ের ব্যাগের ভিতর সাদা পলিথিনে মুড়ানো অবস্থায় ৪৬ লিটার চোলাই মদ ও পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।

 

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'চৌলাই মদ সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।' তিনি আরো বলেন, 'বাঁশখালীকে ইয়াবা ও মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।'

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর