• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাংলাদেশ-ভারত-সীমান্তে নিষেধাজ্ঞা জারি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪  

ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ-ভারত-সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। 

বাংলাদেশের সঙ্গে ভারতের ৩৩ দশমিক ৬ কিলোমিটার এলাকাব্যাপী সীমান্তে এই বিধি নিষেধ জারি করা হয়েছে। 

নির্বাচনের সময় সীমান্ত দিয়ে অবৈধ দিয়ে অনুপ্রবেশ, গবাদি পশু চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রোধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের কাছাড় জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসক রোহন কুমার ঝা এই আদেশটি জারি করেন। আদেশ অনুসারে, সিআরপিসি ১৮৮ ধারার অধীনে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার এলাকায় চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।

জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং দুই মাসের জন্য বলবৎ থাকবে।

সুরমা নদীতে চলাচলও সীমিত করা হয়েছে। কাটিগোড়া সার্কেল অফিসারের অনুমতি নিয়েই শুধুমাত্র নদীতে মাছ ধরা যাবে। এছাড়াও, কাটিগোরা সার্কেল অফিসারের অনুমতি নিয়ে আন্তর্জাতিক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর