• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধনবাড়ীতে টিকা দান কার্যক্রমের উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১  

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা ভাইরাসের টিকা দান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে ৫০ শয্যা বিশিষ্ট ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ সেলিম আলদ্বীন, স্বাস্থ্য পরিদর্শক মো. মসজিলুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আল্পনা রাণী বর্ধন প্রমূখ। এ উপজেলায় ৩টি বুথে সাবেক ও বর্তমান তিন স্বাস্থ্য কর্মীকে টিকা দানের মধ্য দিয়ে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এখন পর্যন্ত এ উপজেলায় ৫ হাজার ডোজ টিক এসেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা নির্ভয়ে সর্ব সাধারণকে করোনাভাইসের টিকা নিতে আহবান জানিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর