• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মানসম্মত কর্মসংস্থানের জন্য বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলার ঋণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১  

চলমান করোনাভাইরাস মহামারির ক্ষতি দ্রুত কাটিয়ে উঠার পাশাপাশি ভবিষ্যত প্রাদুর্ভাব মোকাবিলায় আরো সক্ষম করে তুলতে বাংলাদেশে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক অধিকসংখ্যক কর্মসংস্থান তৈরির জন্য সহায়তা প্রদানে বিশ্বব্যাংক ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।
বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক ও নীতি কাঠামো শক্তিশালীকরণের ক্ষেত্রে বিশ্বব্যাংক ঋণ প্রদান করে আসছে। এর অংশ হিসেবে তৃতীয় ধাপের এই ঋণ অনুমোদন দেয়া হলো। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষকে সরকার সুরক্ষামূলক যে সহায়তা দিচ্ছে ঋণের অর্থ সেই প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে। একইসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন পরিশোধ সক্ষমতা বাড়াবে এবং অপ্রাতিষ্ঠানিক ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে সহায়তা করবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর