• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কাল, অ্যাসেম্বলি বন্ধ থাকবে রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকবেনা সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ তাপদাহের পর দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে: আশঙ্কা বিএমডি’র আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি আনিছুর উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে

‘রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

খাগড়াছ‌ড়ি পুলিশ সুপার মুক্তা ধর ব‌লে‌ছেন, রমজান মাস মানুষকে জুলুম, অত্যাচার, অবিচার থেকে বিরত থাকার বার্তা দেয়। এ মাসে নিজেকে পরিশুদ্ধ হওয়ার যে সুযোগ রয়েছে অন্য মাসে তেমনটা নেই। বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন। এর আগে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপল‌ক্ষে পুলিশ সুপা‌রের উদ্যেগে খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের মধ্যে হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় প‌বিত্র রমজান মাসকে আত্মশুদ্ধির মাস উল্লেখ ক‌রে অন্যায় অবিচারকে সমর্থন না দিয়ে সর্ব অবস্থায় সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান। পু‌লিশ সুপার আরো বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা সমাজের সব মানুষের কল্যাণে ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। সবার উচিৎ পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে মানুষের কল্যাণে ও সমাজ বিনির্মাণে এগিয়ে আসা। এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান তি‌নি। এ সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মো.জসীম উদ্দিন, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপ‌স্থিত ছি‌লেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর