• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শুক্রবারও সচল থাকবে বেনাপোলের আমদানি বাণিজ্য

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জুন ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বাণিজ্য স্বাভাবিক রাখতে সপ্তাহে বাকি দিনের ন্যায় শুক্রবারও কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সংগঠন সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। 

 

বুধবার বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে আমদানি-রফতানি বাণিজ্যে জড়িত পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

 

সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, বর্তমান করোনাভাইরাসকালে প্রায় তিন মাস ধরে এ পথে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকায় বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। 

 

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বেনাপোল কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অন্যান্য দিনের ন্যায় শুক্রবারও ভারতীয় পণ্যেও আমদানি সচল রাখার বিষয়ে একমত পোষণ করা হয়েছে। 

 

বেনাপোল বন্দরের সাধারণ আমদানিকারক জাহাঙ্গীর হোসেন বলেন, সপ্তাহে সাতদিন বাণিজ্য সচল রাখতে হলে বেনাপোল বন্দরের বাণিজ্যিক ব্যাংকগুলো শুক্রবার খোলা রাখতে হবে। কারণ পণ্য চালান খালাসের ক্ষেত্রে এসব ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি পণ্যের রাজস্বের টাকা ও পণ্য ছাড়করণে প্রয়োজনীয় কাগজপত্র লেনদেন করতে হয়।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর