• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শেরপুরে এক শিশুসহ আরো দু’জন করোনায় আক্রান্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

শেরপুরে শিশুসহ আরো দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার (৪০)। 

 

অন্যজন শ্রীবরদীর সাতানি এলাকার ১০ বছর বয়সী শিশু। ওই শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা আয়ার ছেলের ঘরের নাতী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরির নমুনা পরীক্ষায় তাদের কভিড -১৯ সংক্রমণ ধরা পড়ে। 

 

এ তথ্য জানান শেরপুর জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ। 

 

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ফলাফল পাওয়া যায়। আক্রান্তদের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে। এ নিয়ে জেলায় চার জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। 

 

শনাক্ত রোগীদের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে শেরপুর সদরের মধ্য বয়ড়া গ্রামের এক গৃহবধূ ও শ্রীবরদী হাসপাতালের এক আয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তাদেরকে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর