• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শোক সংবাদ: আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন আর নেই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 

 

২৭ মার্চ ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার আয়েশা কার্ডিয়াক মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

 

তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিকসহ নানা রোগে ভোগতেছিলেন। তিনি ১৯৫৮ সালের ১ ডিসেম্বর চারাইলদার গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আ: খালেক সরকার। মাতার নাম মরহুমা জহুরা খাতুন। তিনি চারাইলদার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করেন।

 

মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল থেকে এসএসসি, বরিশাল বিএম কলেজ থেকে বিএ অনার্স পাশ করেন। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্র রাজনীতির পর যুবলীগ পরে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সহসভাপতি, সাধারণ সম্পাদক সর্বশেষ সভাপতি নির্বাচিত হন। সামাজিক কর্মকান্ডের মধ্যে টানা ৩ বার বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হন। ৩ বার সমবায় ব্যাংকের পরিচালক নির্বাচিত হন। এ ছাড়াও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি শিক্ষানুরাগি হিসেবেও অবদান রাখেন। তিনি তাঁর নিজ গ্রাম চারাইলদার জাহানারা-হাবিব দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা-জমিদাতা এবং চারাইলদার বাজারের জমিদাতা-প্রতিষ্ঠাতা। এ ছাড়াও সামাজিক মসজিদ, ঈদগাহ মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি শ্রমজীবি সংগঠন দালান নির্মাণ, কাঠ শ্রমিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ২৭ মার্চ বাদ আসর চারাইলদার ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

তিনি দলের দুর্দিনে নিজের অর্থ-শ্রম-মেধা ব্যায় করেছেন। নিজ দলের লোক ছাড়াও বহু লোককে নিজস্ব অর্থ-ঠিকাদারি-ব্যবসা-বাণিজ্য এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর পিতামহ মফিজ উদ্দিন সরকার ছিলেন-নাংলা ইউনিয়ন প্রতিষ্ঠাতা পঞ্চায়েত প্রধান। 

 

হাবিবুর রহমান চাঁনের মৃত্যুতে বিভিন্নমহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্নমহল হাবিবুর রহমানের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সাধারন সম্পাদক মো: জিন্নাহ্, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ সরকার আ: সালাম  বকুল, সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, সম্পাদক পৌর মেয়র শফিক জাহেদী রবিন ও জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ এসএম আ: মান্নান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি-বীরমুক্তিযোদ্ধা গাজীউর রহমান, বণিক সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি আবুল মনছুর খান দুলাল, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু মাস্টার, দৈনিক সংবাদের প্রবীণ সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল, ছাত্রলীগ সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম, লন্ডন প্রবাসী ও সাবেক কমিশনার রবিউল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি প্রভাষক মাহবুবুল আলম মাসুক, বর্তমান সভাপতি খালেদ আল হোসাইন আরজু, সম্পাদক আল আমিন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ ্জামাল, সহসভাপতি-নকশীবাংলা টিভির এমডি ফজলুল করিম, সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের সংবাদাদাতা ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক-বিজনেস বাংলাদেশের সাংবাদিক মোত্তাছিম বিল্লাহ প্রমুখ। 

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর