• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সকলেই নিজেদের সামর্থ অনুযায়ী দরিদ্রদের সাহায্য করুন: হানিফ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় যার যার সামর্থ অনুযায়ী দরিদ্রদের সহায়তা করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

 

আজ রোববার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আহ্বান জানান তিনি

 

আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে হানিফ বলেন, সবাই ঘরে থাকুন অন্যকে ঘরে থাকার পরামর্শ দিন। আমি নিজেও ঘরে অবস্থান করছি। ডাক্তার ও বিশেষজ্ঞদের স্বাস্থ্যবিধি এবং সরকারের দিকনির্দেশনা মেনে চলুন।

 

তিনি বলেন, এই দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ব্যবস্থা গ্রহণ করেছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সামর্থের সবটুকু দিয়ে তিনি করোনা মোকাবিলা করে যাচ্ছেন। আপনারা প্রধানমন্ত্রীর ওপর আস্থা ও ভরসা রাখুন। 

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, করোনাভাইরাসে প্রতিদিন মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এ ভাইরাস থেকে একমাত্র বাঁচার উপায় কমিনিটি ট্রান্সপোর্টেশন ব্যাকডাউন করা। সেজন্য আমাদের সবার প্রয়োজন ঘরে থাকা। অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকা। এমনকি পরিবারের সদস্য থেকেও নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর