• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সারাদেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে হবে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বাংলাদেশ সরকার কৃষির নতুন নতুন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে অল্প সময়ে অধিক চাষাবাদ করে কৃষক উপকৃত হচ্ছেন। কৃষিতে প্রযুক্তির ব্যবহার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। 

 

রোববার রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জাতীয় সবজি মেলা- ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের কৃষকের বন্ধু। তিনি সবসময় কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। 

 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের একটি যোগসূত্র রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগও গ্রামের কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

 

তিনি আরো বলেন, পল্লী উন্নয়ন করতে হলে দেশের কৃষকের উন্নয়ন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কৃষি হবে সমবায় ভিত্তিক। শেখ হাসিনা সেই আলোকে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর