• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইউএনও’র হস্তক্ষেপে বানিয়াজান খালের বাধ অপসারণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ মে ২০২০  

অবশেষে প্রভাবশালীদের কব্জা থেকে দখলমুক্ত হলো কাজিপুরে সেচের জন্য গুরুত্বপূর্ণ বানিয়াজান খাল। দখলদারেরা মাছ চাষের জন্যে এই খালের মাঝখানে বাধ নির্মাণ শুরু করেছিলো। এতে করে পানির প্রবাহ বন্ধ হয়ে কয়েকশ হেক্টর আবাদী জমি জলাব্ধতার কবলে পড়তো। 

 

কয়েকশ বছরের পুরনো বানিয়াজাল খালটি সেচ এবং মাছের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বগুড়া জেলার ধুনট উপজেলার যমুনার মুখ থেকে উৎপত্তি হয়ে কাজিপুরের উপর দিয়ে বয়ে সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের সুরিয়া নদীর সাথে মিলিত হয়েছে। কালের বিবর্তনে সুরিয়া নদীর অস্তিত্ব বিলীন হলেও বানিয়াজান খালের গুরুত্ব কমেনি। প্রায় দশ হাজার কৃষক এই খালের পানি সেচের কাজে ব্যবহার করে। আর কয়েকশ জেলে সারাবছর মাছ শিকার করে। 

 

গত শনিবার জনগুরুত্বপূর্ণ এই খালটিতে বাধ নির্মাণ করছে প্রভাবশালী মহল শিরোনামে সচেতন নাগরিক সমাজ ফেসবুক পেজে একটি লেখা নজরে আসে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিষয়টি আমলে নিয়ে তিনি খোঁজ খবর নেন। ওইদিনই তিনি খালের বাধ নির্মাণকারী এক সরকারদলীয় নেতাকে ডেকে দ্রæত তা অপসারণের নির্দেশ দেন। পরের দিন (রবিবার) বিকেল থেকে বাধ অপসারণের কাজ শুরু করেন ওই নেতা। এতে করে জনমনে স্বস্তি ফিরে এসেছে। 

 

কাজিপুর সচেতন নাগরিক সমাজের সভাপতি ফজলুল হক মনোয়ার জানান, ‘ জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষা পেয়েছে। এজন্যে ইউএনওকে ধন্যবাদ জানাচ্ছি।’

 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘সরকারি সম্পত্তি বিনা অনুমতিতে ভোগ দখল করা যাবেনা। সেচের জন্যে জন গুরুত্বপূর্ণ খালটির প্রবাহিত পানি সারাবছর কৃষকের কাজে লাগে, জেলেরা মাছ ধরে। তাছাড়া জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবে অনেক আবাদি জমি।’

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর