• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

১ এপ্রিল শুরু হচ্চে এসএসসির ফরম পূরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

২০২১ সালের এসএসসি শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া এবারও নেয়া হবে না নির্বাচনী পরীক্ষা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড। 

 

এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করা হবে। আগামী ২৮ এপ্রিল শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে।

 

এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ঢাকা শিক্ষাবোর্ড ওয়েবসাইটে প্রবেশ করে OMES/eFF এ ক্লিক করে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। probable লিস্ট এ যেয়ে প্রিন্ট করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পে স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যংকে টাকা জমা দিতে হবে। ফি জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফাইনাল ক্যানডিডেট লিস্ট প্রিন্ট করতে হবে। এছাড়াও বিলম্ব ফি ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে পূরণ করা যাবে।

 

এ বছর বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয়সহ ১৯৭০টাকা লাগবে। ব্যবসায়িক শিক্ষার্থীদের এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের লাগবে ১৮৫০ টাকা।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর