• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

২৩৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

চোরাইপথে আনা ভারতীয় ২৩৫ বস্তা (১১ হাজার ৭৫০ কেজি) চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাকারবারিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা চিনির বাজারমূল্য ১৫ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। শুত্রুবার দুপুরে শান্তিগঞ্জ থানা থেকে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- কাভার্ডভ্যানচালক ঝিনাইদহের কালীগঞ্জ থানার তেঘরীহুদা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪১) এবং তাহিরপুর থানার লোহাজুড়ি ছড়ারপাড় গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে বাছির মিয়া (৩৫)। জানা যায়, বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ থানার সদরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহসড়কে সিলেটগামী একটি কাভার্ডভ্যান ভারতীয় চিনি পরিবহণ করছিল। তাদের কাছে থাকা কাভার্ডভ্যানটি তল্লাশি করে ২৩৫ বস্তা চিনিসহ কার্ভাটভ্যানটি জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে এসআই হাদিউল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। ওসি কাজী মোক্তাদির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর