• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শ্রীবরদী মুক্ত দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

একাত্তুরের ৬ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলা হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয় শ্রীবরদী মুক্ত দিবস। উপজেলা পরিষদের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হযে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন্ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আকতার। একাত্তুরের স্মৃতি বিজরিত ঘটনা আর মুক্তিযোদ্ধাদের জীবন চিত্র তুলে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ছালেহ মো. নুরল ইসলাম হিরু। 

 

মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, কমান্ডার জুহুরুল হক মুন্সী (বীর প্রতীক বার), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, যুদ্ধকালীন কাকিলাকুড়া ইউনিয়ন কমান্ডার নজরুল ইসলাম, সিংগাবরনা ইউপি কমান্ডার নুর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ দানা প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর