সিক্রেট এ্যাম্পায়ার
দৈনিক জামালপুর
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯

আমাদের বীর হওয়ার কথা ছিল।
আমাদের কোন কিছুর জন্য দাঁড়ানোর কথা ছিল।
বলা কঠিন কখন সবকিছু ভুল পথে চলা শুরু করেছিল।
কিন্তু কোন এক ফাঁকে আমরা যুদ্ধটা নিজেদের ব্যক্তিগত করে নিয়েছিলাম-- যে বিশ্বকে রক্ষা করার শপথ নিয়েছিলাম সেটার জন্য নয়।
আমরা নিজেদের দ্বিধাবিভক্ত পেয়েছিলাম--
- - হয়েছিলাম অধীনস্থ।
অনেক হুমকি, অনেক বিপদ--
কিন্তু যে ব্যক্তি আমাদের শেষ করে দিবে--
- - ছিলেন একজন যার উপর আমরা সবচেয়ে বেশি আস্থা স্থাপন করেছিলাম।
মজার ব্যাপার হলো পৃথিবী কিভাবে একদিনে পরিবর্তিত হয়ে যায়। কিভাবে কোনোকিছু এত ভয়াবহ এত তাড়াতাড়ি চুপিসারে আপনাকে কাবু করে ফেলে।
ওয়াশিংটন ডিসি
হাইড্রা আক্রমণ
০৪০০
আচমকা একটা ভ্যান একটা হাইড্রা এজেন্ট ভর্তি কার কে সজোরে ধাক্কা দেয়। ভ্যানের চালক বের হয়ে বলেন, "যত্ত সব পর্যটক।" একজন হাইড্রা এজেন্ট চিৎকার করে ওঠে, "ফ্রীইইইইজ! একদম নড়বে না" ক্লিন্ট বেশ হাস্যরসের ভংগীতে দু'হাত উপরে তুলতে তুলতে বলেন, "আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের হাইড্রা ভাইদের সঠিক সংখ্যা আমার জানা দরকার, মানে, বুমেরাং তীরের জন্য।"
সাথে সাথে তিনজন এজেন্টই প্রচন্ড বৈদ্যুতিক শকের সাথে মাটিতে লুটিয়ে পড়ে।
"বুমেরাং তীর?" প্রশ্ন করে ব্ল্যাক উইডো। "সেটা তো সারাজীবন সময় লাগাবে হক আই।" "আর তুমি ইতিমধ্যেই দেরী করে ফেলেছি" হক আই উত্তরে বলে, "স্টার্টার কাজ দিবে না, ন্যাট।"
নাতাশা, "তুমি যখন বড়লোক ছিলে, তখন তোমাকে বেশি পছন্দ করতাম। তাড়াতাড়ি আসো, তুমি যুদ্ধটা মিস করবে।"
এদিকে অ্যাভেন্জার্স বনাম হাইড্রা রণক্ষেত্রে, "আকাশপথের যোদ্ধা দের আক্রমণ করো। নিজেদের মাটি ছেড়ো না" চিৎকার করে বলে থর।
ব্ল্যাক প্যান্থার: "হাইড্রা জানতো আমরা আসছি।"
ওয়ান্ডা: "অদ্ভুত, এরকম এ্যাপয়েন্টমেন্ট আমি করি নি।"
এন্ট ম্যান: "আরে ভাই, আমার প্রতিষ্ঠিত শত্রু দরকার, কিন্তু ইয়েলো জ্যাকেট এখন হাইড্রায়?"
স্পাইডার-ম্যান: "আমার মনে হয় সবাই আছে। শত্রুর শত্রু বন্ধু বলে কথা।"
এন্ট ম্যান: "এভাবে আমি ফ্রি নেটফ্লীক্স পেয়েছি।"
আইরন-ম্যান: "এটা একটা ভালো প্ল্যান, রিরি। এই প্ল্যান আমাদের প্রায় হারিয়ে দিতে পারে।" রিপাল্সার বীম ছুড়তে ছুড়তে বলে স্টার্ক।
রিরি: প্রায়? এরচেয়ে কি খারাপ হতে পারে তা-ই কল্পন করতে পারছি না।"
আইরন-ম্যান: "এর চেয়ে আরো খারাপ হতে চলেছে।"
এবং স্টার্ক ঠিক বলেছিল।
আমরা এতবার অসম্ভব পরিস্থিতিতে জয় লাভ করেছি যে, আমরা জয়কে নিজেদের মনে করেছি।
আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে, বিজয় আমাদের নিয়তি।
কিন্তু এবার কিছু একটা অন্যরকম মনে হচ্ছিল।
আমরা আমাদের শেষ বিন্দু পর্যন্ত ধীরে ধীরে, ধারাক্রমে চলে এসেছিলাম। আমরা যখন ভেবেছিলাম যে, আমরা প্রায় টিকে গেছি- - তারা আসল আঘাত করে বসে।
একটি কুইন জ্যাট হাইড্রা চিহ্ন সম্বলিত, অ্যাভেঞ্জার্স দের উপর দিয়ে উড়ে আসে।
স্পাইডার-ম্যান: "এটা ভালো ঠেকছে না।"
হারকিউলিস: "আমি দ্বিমত পোষণ করছি। এটা বোঝায় ওদের সেনাপতি এসেছে এবং আমরা তাদেরকে ওর সাথে- -
জ্যাট থেকে সজোরে বোমা হামলা হয়। অ্যাভেন্জার্সরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
যুদ্ধ যখন শুরু হয়ে পড়ে, তাঁরা ইতিমধ্যেই সন্দেহ প্রবণ হয়ে পড়ে। মৃদু গুঞ্জন, কেউ কেউ জানতো ইনি কে, হাইড্রার নতুন গোপন নেতা।
একমাত্র তিনিই এরকম দুরভিসন্ধী করতে পারেন। তারপরও তাঁরা বিশ্বাস করতে চান না।
যতক্ষণ না তারা তা নিজ চোখে দেখছে।
হাইড্রার কুইন জ্যাট থেকে বেরিয়ে আসলেন ক্যাপ্টেন স্টীভ রজার্স। নির্লিপ্ত, ঠান্ডা, আত্মবিশ্বাসী ক্যাপ, রেড স্কালের সঙ্গী সাথীদের নিয়ে পরিবেষ্টিত।
স্পাইডার-ম্যান: "আচ্ছা, আমি যখন বলেছিলাম সবাই এখন হাইড্রা, আমি এটা বোঝাতে চাই নি।"
হারকিউলিস: "এটা হতে পারে না।"
মিস মার্ভেল: স্ক্রাল?
হাল্ক: এলএমডি?
স্পাইডার-ম্যান: আমি জানি না, কিন্তু আমার মাথার ভিতর এটা অনেক কিছু ব্যাখ্যা করে।
ক্যাপ্টেন স্টীভ রজার্স: "আমার কথা শোন সবাই। এটাই সত্যি। যত তাড়াতাড়ি এটা তোমরা মেনে নিবে, ততই ভালো হবে। আমি বুজতে পারছি এটা একটা বড় ধরনের ধাক্কা, কিন্তু এটা এত জটিল করার দরকার নেই।
হক আই: "ও আচ্ছা, শুনো- - বেশিরভাগ মানুষ যখন জানতে পারবে যে, ক্যাপ্টেন আমেরিকা, এই গ্রহের সবচেয়ে বিশ্বস্ত বীর, একজন হাইড্রা? বিশ্বাস করো এটা তাদের জন্য কঠিনই হবে।"
ব্ল্যাক উইডো: "দেখ, একারনেই আমি সবসময় বলি, তুমি কখনো জোর দিয়ে কিছু বলতে পারো না।"
ক্যাপ্টেন স্টীভ রজার্স: "আমি আর রক্তপাত চাই না। আমরা এখানে কাউকে আঘাত করতে আসিনি। আমরা এই বিশ্বকে আরো ভালো, আরো শক্তিশালী যেরকম আগে কখনো ছিল না, বানাতে চাই। যেখানে তোমরা ব্যর্থ হয়েছ, হাইড্রা সফল হবে। কিন্তু তোমরা সেটা আমাদের সাথে শত্রু হিসেবে অথবা মিত্র হিসেবে বেছে নিতে পারো। আমি সেটা তোমাদের জন্য ঠিক করে দিতে পারি না। তাই আমার মনে হয় তোমাদের একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে।"
কিছু মুহূর্ত স্তব্ধতার। "না, আমি মনে করি না যে আমাদের তা করতে হবে।" আইরন-ম্যান উত্তর দিল।
এবং তাই আমরা লড়াই করলাম। আমরা লড়াই করলাম কারন আমরা বিশ্বাস করতাম যে আমরাই সঠিক।
এবং আমাদের পতন হলো কারন আমরা ভুল ছিলাম।
আমরা ভেবেছিলাম আমরা ওখানে ছিলাম উনাকে থামানোর জন্য, কিন্তু সত্যি হলো- -
(থর: " বেইমান! একি!"
থরের হাত থেকে হাতুড়ি পড়ে গেল, সথোন মন্ত্র জপ করা শুরু করলো, "০০১০১০০০১০১০১১০১০১০০১০১১০১০১১১০১০১০০০১"
স্কারলেট উইচের উপর যেন আত্মা ভর করেছে। শূন্যে ওয়ান্ডার শরীর দুমরে মুচড়ে যেতে লাগলো। কূইকসিল্ভার তার বোনের অতিমানবিক শক্তির শিকার হলো। এ যেন এক সেমসাইড আক্রমণ। ক্যাপ ধীরে ধীরে লম্বা, প্রত্যয়ী পদক্ষেপে মলীনীয়র (থরের হাতুড়ি) এরদিকে এগোতে থাকলেন। সব অ্যাভেঞ্জার্সদের একের পর এক পতন হতে লাগলো।)
আমরা সেখানেই ছিলাম যেখানে ওরা আমাদের চেয়েছিল। তারা আমাদের ব্যাপারে ভালই পরিকল্পনা করেছিল।
তারা আমাদের সবচেয়ে ক্ষমতাধর দের আমাদের বিরুদ্ধে বারংবার ব্যাবহার করার পর করে রেখেছিল।
পরে, যখন গল্পগুলো বলা হয়েছিল,সবাই একটি ব্যাপারে গুরুত্ব দিয়েছিল--
কত তাড়াতাড়ি এটা ঘটে গেল।
আমরা ভেবেছিলাম আমরা কত শক্তিশালী, কত অজেয়।
কিন্তু আমরা এরচেয়ে তাড়াতাড়ি, এরচেয়ে পুরোপুরি আর কখনো পতিত হতে পারতাম না।
তাই আমরা যখন পতন দেখলাম- -
আমরা পারলাম শুধু চেয়ে চেয়ে অসহায় ভাবে দেখতে, ঠিক আমাদের জন্মের দিনটার মতো।
এবং পৃথিবী আমাদের পাশ দিয়ে সরে পড়ার সময়, আমরা আমাদের শত্রুর দিকে তাকিয়ে ছিলাম, অবশেষে দেখলাম তাদের প্রকৃত রূপ।
তারা ছিল আরো শক্তিশালী।
তারা ছিল আরো ক্ষমতাধর।
ঐ মুহুর্তে---
তারা ছিল সুযোগ্য।
মূল: নিক স্পেন্সার
আংশিক রূপান্তর: ওয়াসিম হাসান মাহমুদ

- মানুষের কল্যাণ শেখ হাসিনা সরকারের মূলমন্ত্র: তথ্য প্রতিমন্ত্রী
- শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার সোনার বারসহ যাত্রী আটক
- ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে তথ্য পাঠানোর নির্দেশ
- বিশ্ব বাণিজ্যকে সুসংহত করতে হবে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিনিয়োগ বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
- “২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে”
- সন্ত্রাস-মাদককে না বলাই সবার জন্য মঙ্গলজনক: পররাষ্ট্রমন্ত্রী
- দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিমান পরিবহনের কেন্দ্রবিন্দু হবে শাহজালাল
- ‘আল্লাহ হামার প্রধানমন্ত্রীর ভালো কইরবে’
- সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
- চট্টগ্রামস্থ সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের ডিজিটাল রেজিষ্টেশন
- “ভোটে হেরে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করাই বিএনপির স্বভাব”
- টাঙ্গাইল পুলিশ সার্জনদের সাথে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ
- শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে : মুরাদ হাসান
- রৌমারীতে প্রধানমন্ত্রী`র উদ্বোধনের অপেক্ষায় রৌমারীর ৫০ টি ঘর
- উল্লাপাড়ার কয়ড়ায় চেয়ারম্যান পদে সুখন সকলের ভোট ও দোয়া প্রার্থী
- ইসলামপুরে যমুনা পাড়ের ২শতাধিক পরিবার পেল শীতবস্ত্র
- বন্ধুত্বের স্মারক হিসেবে করোনা টিকা পেল বাংলাদেশ
- কাল ঘর পাচ্ছে সারাদেশের ৬৬ হাজার ১৮৯ গৃহহীন পরিবার
- তিন কোটি ডোজ করোনার টিকা কেনার প্রস্তাব অনুমোদন
- দেশে সীমান্ত অপরাধসহ চোরাচালান আশাতীত কমেছে
- বাংলাদেশের সড়কে বিনিয়োগে আগ্রহী বিশ্বব্যাংক
- ফিরে এসেছে মসলিনের জিআই স্বত্ব
- বাংলাদেশে করোনার টিকা উৎপাদন করতে চায় চীনা প্রতিষ্ঠান
- হাজার কোটি টাকার খাল উন্নয়নে থাকবে সাইকেল লেন ওয়াকওয়ে
- মুজিববর্ষের উপহার বয়ে আনলো ৩৬৭০ পরিবারে খুশির বন্যা
- মুজিব শতবর্ষে কাজিপুরে ঘর পাচ্ছে ৩৫ গৃহহীন পরিবার
- প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন ইসলামপুরের আরো ১৩৩ পরিবার
- ইসলামপুর অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- নারী বলে পিছিয়ে নয়, প্রধানমন্ত্রীর দেখানো পথে এমপি স্মৃতি
- আমাকে জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়েছিল: শফীপুত্র (ভিডিও)
- বড়দিনে চার স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার
- পরিকল্পিতভাবে হত্যা করা হয় আহমদ শফীকে; নেপথ্যে বাবুনগরী-মামুনুল
- বাঁশখালী থানার সামনেই ৪৬ লিটার চোলাই মদসহ আটক ২জন
- টঙ্গীতে গাড়ির চাপায় ১ জন নিহত
- জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চালু হচ্ছে র্যাবের হট লাইন
- ইসলামপুরে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন আরো ৮৮ পরিবার
- জামালপুরসহ দেশের ৬২ হাসপাতালে বসেছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট
- পর্দা করা, নারীর নিরাপত্তা বিধান
- আধুনিক কৃষি প্রশিক্ষণ পাচ্ছেন সারাদেশের ১৫ হাজার কৃষক
- ভারতের উপহার করোনার টিকা হস্তান্তর
- আলু-পেঁয়াজের সঙ্গে কমেছে ডিমের দাম
- “কর্ডন প্রথা” বিরোধি আন্দোলনে গ্রেপ্তার বঙ্গবন্ধুর মুক্তি
- দেওয়ানগঞ্জে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার
- বিনামূল্যে করোনার ভ্যাকসিন বিতরণের নীতিমালা প্রায় চূড়ান্ত
- আজ ১০ জানুয়ারি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
- করোনাকালে দেশের স্কুলে বই বিতরণ যেভাবে হবে!
- বড় বোনের গর্ভে ছোট বোনের জন্ম
- আপনার সাহায্য বাঁচাতে পারে মির্জা মোহাম্মদ ইয়াকিনকে
