• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২  

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” শ্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শামছুল হক তোরণ এর পাশে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি বেসরকারিসহ বিভিন্ন পর্যায়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে সকল প্রকার দুর্নীতি বন্ধে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। আগে নিজেকে বদলাতে হবে, তাহলেই সমাজ তথা দেশ দুর্নীতি মুক্ত করা যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর