• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

তিন ভাইকে কুপিয়ে হত্যা, ১১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

ময়মনসিংহের ধোবাউড়ায় তিন ভাইকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরশাদ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার এরশাদ ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামের ওমর আলীর ছেলে।
সোমবার বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪’র কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

মেজর আখের মুহম্মদ জয় বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৬ সালের ২২ জানুয়ারি সকালে চোরের ভিটা গ্রামের হরিদাশ সূত্রধর, বিমল সূত্রধর এবং নিরঞ্জন সূত্রধরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান এরশাদ আলী। এতে ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরঞ্জন সূত্রধর মারা যান।

এ ঘটনায় শ্যামল সূত্রধর ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ১৪ অক্টোবর এরশাদকে মৃত্যুদণ্ড দেন আদালত। ঐ বছর থেকে জামিনে বের হয়ে পলাতক ছিলেন এরশাদ। গ্রেফতার এরশাদ আলীকে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর