• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে জেলা স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসের উদ‍্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ  জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি  নুরুল হুদা মুকুট।

অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। 

অনুষ্ঠানে আরো বক্তব‍্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর ও পঞ্চানন কুমার সানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহন লাল দাস। টুর্নামেন্টে জেলার  ১১ উপজেলা থেকে ২২টি দল অংশ নিয়েছে।

জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট ১৮ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার বিকাল ৩ টায় একই স্থানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন রশিদ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর