• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পুকুরে ডুবে চিরনিদ্রায় ৭ বছরের ইকবাল-রাফি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- উপজেলার সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৭) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন ও প্রতিবেশী বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে ইকবাল ও রাফির মৃতদেহ ভেসে ওঠতে দেখেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করা হয় এবং আবেদন মঞ্জুর হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর