• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রাইভেটকারে মিলল ২০ হাজার ইয়াবা, চালক আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে ২০ হাজার ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে তাকে আটক করা হয়।
আটক মাসুম হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হোসাইনের ছেলে। মঙ্গলবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রাইভেটকারযোগে মাদকের একটি চালান পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়।

প্রাইভেটকারের চালকের স্বীকারোক্তি অনুযায়ী প্রাইভেটকারের পেছনের বাম পাশের চাকার ভেতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহন ও পাচারের দায়ে প্রাইভেটকারসহ চালক মাসুমকে আটক করা হয়। 

তিনি আরো জানান, আটক চালককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকারসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর