• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৪

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জুন ২০২২  

টাঙ্গাইলে ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- রেজাউল ইসলাম, আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া। তাদের মধ্যে আলো বেগম, রেজভী ও আলমগীর কারাগারে থাকলেও বাকি দুইজন পলাতক।

আদালতের পিপি এস. আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ে রেজাউল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ২০১০ সালের ১২ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের ব্যবসায়ী মনিরুজ্জামানকে তার ভায়রা রেজাউল ইসলাম, শ্যালিকা আলো বেগমসহ অন্য আসামিরা নৃশংসভাবে হত্যা করে। এরপর লাশ স্থানীয় মহেশখালী গ্রামের খালের দক্ষিণ পাড়ে ফেলে দেয়। লাশের সন্ধান পাওয়ার পর মামলা দায়ের করেন নিহত মনিরুজ্জামানের বাবা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর