• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গুরু : মাহফুজ রকি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

বিশ্বের মধ্যে যত পেশা আছে বিদ্যমান,
সব পেশার সেরা পেশা, শিক্ষকতার স্থান।
শিক্ষক পেশায় আছি আমরা,এটাই বড় ধন্য,
এই মহান পেশার গুরুত্ব, বুঝে ক'জনি বা মর্ম।

শিক্ষক আমরা গড়ি জাতি, থাকি অনেক ব্যস্ত,
ভালবেসে সম্মান জানাই-
এ পেশায় আছেন যত ন্যাস্ত।

শিক্ষা দিয়ে গড়ছি মোরা,
যত প্রশাসনিক কর্মরত- 
ডাক্তার,ইঞ্জিনিয়ার,সেনাবাহিনী আর ব্যাংকার,
আজকেই তারা দেশের রত্ন,দেশের সম্পদ,
এতেই মোদের অহংকার।

কিন্তু!!
দুঃখ লাগে তখন, সংবাদপত্র পড়ি যখন,
শিক্ষকরা যখন হয় লাঞ্চিত,
অনেক ক্ষেত্রে তারাই আজ প্রাপ্য অধিকার হতে বঞ্চিত।

ইন্দোনেশিয়া,দক্ষিণ কোরিয়া-
নিউজিল্যান্ড,তাইওয়ান আর রাশিয়া,
তুরস্ক,ভারত,সিঙ্গাপুর,চীন আর মালশিয়া।
এমন শীর্ষ দশটি দেশে শিক্ষকদের বেশি সমাদর।
আশায় আশায় স্বপ্ন বুনি,
মোদের কখন হবে সেই কদর?

আবার!!
আমি গুরু,আমি গুরু, বললে আনন মানাই না,
আদর্শ গুরু কি করে হওয়া যায়,সেটাই উচিত জানা।

শিক্ষক পেশা এই এক মহান পেশা-
সবারই নিকট জানাই,
শিক্ষাগুরুর মর্যাদা কবিতায়, তাইতো শিক্ষা পাই।
গুরু ভূষণ গরুর ন্যায় কর্মকান্ড সাধিলে,
এমন মহান পেশার খাতির, সব  যাবে ধুলে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর