• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তলনের দায়ে ২ হাজার ফুট পাইপ ধ্বংস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার(১৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বালুগাঁও ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) স্নিগ্ধা দাস। অভিযানকালে প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস নিশ্চিত করে জানান জনস্বার্থে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর