• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ভলিবলে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

জামালপুর সদর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতায় সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ১৮ সেপ্টেম্বর বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ২/০ সেটে পিয়ারপুর রাজা শশীকান্ত উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জামালপুর জেলা ক্রীড়া দপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করে।

খেলা শেষে জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

বক্তারা সরকারি সহযোগিতায় জেলা ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে দেহমন সুস্থ্য রেখে মাদকমুক্ত সমাজ গঠন করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও অন্যান্য বিজয়ীদের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

ভলিবল প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি প্রতিষ্ঠানের ৪৪ জন ভলিবল খেলোয়ার অংশ নেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর