• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

জামালপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। 
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আয়োজিত কনফারেন্সে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন। এছাড়াও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার সালাহউদ্দীন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২১ সালে তুলনায় ২০২২ সালে ফৌজদারী মামলা নিষ্পত্তির হার ১৭১ ভাগ বৃদ্ধি পেয়েছে। জেলার বিচারপ্রার্থীরা ঘরে বসে causelist.judiciary.org.bd ওয়েব সাইটের মাধ্যমে মামলার দৈনিক কার্যতালিকা দেখতে পারবেন। 
পরে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি করার জন্য অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমীনকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার, জেনালের হাসপাতালের সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রবেশন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর