• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে দেশি ছাগল পালন কর্মসূচির উদ্বোধন ও ছাগল বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

জামালপুরের মাদারগঞ্জে দেশি ছাগল পালন কর্মসূচির উদ্বোধন ও হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আদর্শ সমাজ প্রযুক্তি সেবা সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উপজেলার আদারভিটা ইউনিয়নের ১৭ জন উপকারভোগী নারীর মাঝে ২টি করে স্ত্রী ছাগল বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। আদর্শ সমাজ প্রযুক্তি সেবা সংস্থার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,সমবায় কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান প্রমুখ। উপকারভোগীদের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ করান উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উপ – সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মুঞ্জুরুল হক। এসময় আদারভিটা ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার বেলিসহ অত্র সংস্থার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কার্যক্রমটির মাধ্যমে সমাজের হত দরিদ্র নারীদের জীবনমানের উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর