• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল জামালপুর সদরের ৫৫৮ শিক্ষার্থী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব পেয়েছে জামালপুর সদর উপজেলার ৫৫৮ জন শিক্ষার্থী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তাদের দাপ্তরিক কাজে প্রয়োজনের অতিরিক্ত মজুদ থেকে এই ট্যাবগুলো দেওয়া হয়। ১৬ মে দুপুরে সদর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন।

পরে একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেল, ৬০ জন শিক্ষার্থীর মাঝে দুই লাখ ৮৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও ছয়টি জটিল রোগে আক্তান্ত ১৮ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে নয় লাখ টাকার চেক বিতরণ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর