• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে নিষিদ্ধ পলিথিনে সয়লাব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

ময়মনসিংহ বিভাগে পলিথিন মুক্ত ঘোষণা হলেও জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ পলিথিনে সয়লাব। বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত আসছে নিষিদ্ধ পলিথিন। আর এসব পলিথিন থেকে ছড়িয়ে পড়ছে চারদিক। এমন এলাকা পাওয়া দুষ্কর যেখানে পলিথিন ব্যাগের ব্যবহার নেই। এর ব্যবহার চলছে দেদারছে।

শহর কিংবা গ্রামের মধ্যে কোনো তফাত নেই, সব জায়গায় ক্রেতারা বাজার করতে যায় খালি হাতে। আর ফিরে আসে পলিথিনের ব্যাগভর্তি বাজার নিয়ে। অনেক অসাধু ব্যবসায়ী গোপনে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করছেন। নিয়মিত অভিযান না থাকায় পলিথিনের বিক্রি ও ব্যবহার আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, পৌরশহর, ঝালোর চর, কাঠারবিল, তারাটিয়া, সানন্দবাড়ীসহ চালের আড়ৎ রেস্টুরেন্ট, মুদির দোকান, কাঁচা বাজার থেকে শুরু করে ফুটপাতের প্রায় সব দোকানের পণ্য বহনে ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ। সহজলভ্য ও ব্যবহারে সুবিধা থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়ই ক্ষতির দিক বিবেচনা না করে পলিথিন ব্যাগ দেদারছে ব্যবহার করছেন। শুধু তাই নয় বর্তমান চালের মিলগুলো পাটের বস্তা ব্যবহার না করে ট্রাক্টর ও ট্রলিতে করে পলিথিন বস্তায় চাল দিচ্ছে উপজেলার বিভিন্ন হাট বাজারে। গুডাউন ভর্তি পলিথিন মোড়কে চালের বস্তা।

পরিবেশবিদরা বলছেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহারে শাস্তির বিধান রেখে আইন করা হলেও কমেনি পলিথিন ব্যাগের ব্যবহার। পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতির কথা চিন্তা করে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হয়। তখন বিকল্প হিসেবে কাগজ ও পাটের ব্যাগের প্রচলন শুরু হয়। পরবর্তীসময়ে আইনের প্রয়োগ না থাকায় পলিথিন বিক্রি ও ব্যবহার বেড়েছে জ্যামিতিক হারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান করা হচ্ছে, এ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর