• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রাস্তায় চলাচলের আদব: নম্রভাবে চলাচল করা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

রাস্তার হক বা আদব সমূহ পালনে ইসলাম উৎসাহিত করেছে। এগুলো প্রতিপালনের ফজিলত ও সওয়াবও বর্ণিত হয়েছে। সেই সঙ্গে এগুলোর মধ্যে কোনো কোনোটিকে ঈমানের শাখা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নিম্নে আদব সমূহ উল্লেখ করা হলো।-
(১) নম্রভাবে চলাচল করা

রাস্তায় চলার সময় গর্ব-অহংকার প্রকাশ পায় এমনভাবে চলাচল করা মুমিনের জন্য সমীচীন নয়। কেননা অহংকার আল্লাহর বৈশিষ্ট্য, যা হরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। আর মুমিনকে নম্রভাবে রাস্তায় চলার জন্য আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন- وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ

অর্থ:‘আর অহংকারবশে তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে নিয়ো না এবং জমিনে উদ্ধতভাবে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে ভালবাসেন না’ (লোকমান ৩১/১৮)

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর