• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আফগানদের হারালো টাইগার যুবারা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

আরব আমিরাতের টলারেন্স ওভালে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ম্যাচে ৬৩ রানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টাইগার জুনিয়ররা।
সোমবার আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন শিহাব জেমস। তবে দুই রানের জন্য সেঞ্চুরি মিস করেন এ ব্যাটার। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগার যুবারা। দলীয় ৪২ রানেই প্রথম চার উইকেট হারায় তারা। এরপর স্কোরকার্ডে আরো ১০ রান যোগ করতেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তবে টাইগার শিবিরে স্বস্তি ফেরান শিহাব জেমস ও শেখ পারভেজ জীবন। 

জীবন ও জেমস জুটিতে স্কোরবোর্ডে জমা হয় ১০১ রান। ব্যক্তিগত ৪৮ রানে জীবন বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন জেমস। শতরানের খুব কাছে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ৯৮ রানে রান আউটের শিকার হন তিনি। আউট হওয়ার আগে ১২৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ৯৮ রান করেন তিনি।

তার বিদায়ের পর শেষ পর্যন্ত ২৩১ রানে থামে যুব টাইগারদের ইনিংস। এতে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ২৩২ রান।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ইনিংসের দ্বিতীয় বলেই নিজেদের প্রথম উইকেট হারায় আফগানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায় তারা। এতে ৬৩ রানে জয় পায় বাংলাদেশ।

এদিন বল হাতে দুটি করে উইকেট নেন বর্ষন ও রাব্বী এবং ৩২ রান দিয়ে আফগান বাহিনীর তিন ব্যাটারকে সাজঘরে ফেরান রাফি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর