• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টি-২০ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে যা জানালেন রোহিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩  

টি-২০ ফরম্যাটে খেলেননি প্রায় এক বছর হয়ে গেল। কিন্তু পরের বছর টি-২০ বিশ্বকাপে তাকেই অধিনায়ক ভাবছে দল। খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ সেই ইঙ্গিত দিয়েছেন। কিন্তু রোহিত শর্মা নিজে কি টি-২০ বিশ্বকাপে খেলতে ইচ্ছুক? সোমবার সাংবাদিকদের সেই উত্তর দিয়েছেন তিনি। অবশ্য বলা ভাল, সরাসরি উত্তর না দিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন। রোহিতকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং টি-২০ বিশ্বকাপ রয়েছে। সেটা নিয়ে আপনি কী ভাবছেন? জবাবে রোহিত বলেন, ক্রিকেট খেলার ইচ্ছা প্রত্যেকের মধ্যে একই রকম রয়েছে। প্রত্যেকেই দেশের হয়ে নেমে ভাল ক্রিকেট খেলতে চায়। সুযোগ পেলেই সেটা কাজে লাগানোর তাগিদ সবার মধ্যে থাকে। কিন্তু সেই সাংবাদিক আসল প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না। টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনো কথাই বলছিলেন না রোহিত। সেই উসখুসানি দেখে রোহিত হেসে বলতে থাকেন, আপনি কী শুনতে চান আমার মুখ থেকে সেটা বুঝতে পারছি। কিন্তু এর জবাব খুব তাড়াতাড়ি পাবেন। এ সময় রোহিতের উত্তর শুনে বাকি সবাই হেসে ফেলেন। রোহিত নিজেও হাসতে থাকেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলেননি রোহিত। ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামতে চলেছেন তিনি। টি-২০ খেলেননি গত বছরের বিশ্বকাপের পর থেকে। তখন থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। তবে রোহিতকেই আরো একবার নেতা হিসেবে চাইছে বোর্ড। রোহিত কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর