• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সিরিজ জয়ের লক্ষ্যে কাল নামছে বাংলাদেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩  

সিরিজ জয়ের লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-২০তে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেসে যাওয়া দ্বিতীয় ম্যাচেও কিউইদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছিলো টাইগাররা। শেষ ম্যাচ জিতলেই টানা চতুর্থ টি-২০ সিরিজ জয় দিয়ে বছর শেষ করতে পারবে বাংলাদেশ। চলতি বছর এর আগে এই ফরম্যাটে তিনটি সিরিজ খেলে টাইগাররা সবগুলোতেই জয় পেয়েছে। জয় পাওয়া তিনটি সিরিজই ঘরের মাটিতে খেলেছে বাংলাদেশ। আগামীকাল শেষ ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে প্রথমবার একটি নির্দিষ্ট ফরম্যাটের সিরিজে অপরাজিত থেকে বছর শেষ করবে দল। নেপিয়ারে প্রথম ম্যাচে সহজ জয়ের পর মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচেও দারুণ শুরু করেছিলো বাংলাদেশ। এই ভেন্যুতে গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলো টাইগাররা। ঐ টেস্ট জয়ের আগে নিউজিল্যান্ডের আঙিনায় ক্রিকেটের তিন ফরম্যাটেই সব ম্যাচ হেরেছিল বাংলাদেশ। প্রথমবারের মত টেস্ট জয়ের পর ওয়ানডে এবং টি-২০ ফরম্যাটেও হারের বৃত্ত ভাঙার পথ খুঁজে পেয়েছে শান্তর দল। সব মিলিয়ে এই ফরম্যাটে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র ৪টিতে এবং নিউজিল্যান্ড জিতেছে ১৪টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান। নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর