• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সমাপ্তি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২  

টাঙ্গাইলে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ৪ মাসব্যাপী আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণদান শেষ হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারী ) বিকালে মানব প্রগতি সংঘের উদ্যোগে শহরের সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট তানিয়া আক্তার, সহকারী সুপারিনটেনডেন্ট রাজু আহমেদ ,কারাকে প্রশিক্ষক মালিহা তানজিন প্রমূখ ।

মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলীর বলেন, মূলত নারীদেরকে আত্মরক্ষা কৌশল শেখানোর জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছিলাম । এই প্রশিক্ষণ থেকে নারীরা তাদের আত্মরক্ষার কৌশল শিখতে পারবে। যে কোনো বিপদে পড়লে তা সহজেই মোকাবেলা করতে পারবে।৭০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর