• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিজয় দিবসে শহীদদের স্মরণ করে মোদির টুইট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১  

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের জন্য বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা স্মরণ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও। বৃহস্পতিবার এই টুইট করেন তারা। খবর অনলাইনের।

মোদি টুইটে লিখেছেন, ৫০তম বিজয় দিবসে, আমি বীরত্ব ও আত্মত্যাগের জন্য স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। একসঙ্গে যুদ্ধ করে আমরা অত্যাচারী বাহিনীকে পরাজিত করেছি। ঢাকায় রাষ্ট্রপতি জির (রামনাথ কোবিন্দ) উপস্থিতি প্রত্যেক ভারতীয়র কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটে উল্লেখ করেন মোদি।

পৃথক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লিখেছেন, ৫০তম বিজয় দিবস উদ্যাপনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ লড়াই আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর