• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আগামী ২২ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসি’র বৈঠক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন উপলক্ষে আগামী ২২ জানুয়ারি বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। 

 

বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১) মোহাম্মদ মোরশেদ আলম) স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

 

ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক আগামী ২২ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট- ২), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনাররাও বৈঠকে উপস্থিত থাকবেন।

 

ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত থাকবেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর