• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে করোনা বিজয়ীদের সংবর্ধনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জুন ২০২০  

জামালপুরের ইসলামপুরে করোনা বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে । প্রাণঘাতি করোনা ভাইরাস বিজয় ত্রিশজনকে সংবর্ধনা দেওয়া হয়। 

উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে রবিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল এতে সভাপতিত্বে করোনা বিজয়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, নারী ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুর ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,এমপির ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম, পলবান্ধা ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক মমিন মিয়া, নকিব উদ্দিন,রবিউল ইসলাম ফারজানা মিনিসহ ত্রিশজন করোনা বিজয়ীকে সংবর্ধনা দেন।

এসময় অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস,উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্দে,অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়সহ করোনা বিজয়ীরা তাদের আক্রান্তকালে অতিবাহিত দিনগুলি নিয়ে আলোকপাত করেন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের বলেন-করোনা রোগীদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ জরুরী পরিস্থিতি মোকাবেলায় অ্যাম্বুলেন্স, কুইক রেসপন্স টিম, সার্বক্ষণিক সাহস ও সমর্থন প্রদানে মনোবল চাঙ্গা থাকায় করোনা আক্রান্তরা সুস্থ হয়ে ফিরে কর্মস্থলে ফিরে এসেছেন। ৩০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। উপজেলায় এযাবৎ শনাক্ত হয়েছে ৮৮ জন এবং মারা গেছেন ২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৮ জন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর