• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

একসাথে জন্ম নেয়া ৪শিশুর নাম রাখা হলো হাসান, হুসেইন, ফাতেমা, আমেনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০  

জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে গতকাল ১৮ আগস্ট মঙ্গলবার এক সাথে দুটি ছেলে ও দুটি মেয়ে নবজাতক প্রসব করেছেন আনোয়ারা বেগম (৩২) নামের একজন প্রসূতি। এটি তার চতুর্থবারের সন্তান প্রসব। এর আগে প্রথম এক মেয়ে, মাঝে এক ছেলে হয়ে মারা যায়, তৃতীয়বার জন্মদেন আরেক মেয়ে।

 

আবারো ছেলের আশায় বুক বাঁধেন স্বামী ইজিবাইকচালক বেলাল হোসেন ও স্ত্রী আনোয়ারা বেগম। কিন্তু এবার চাওয়ার চেয়ে বেশিই পেলেন এই দম্পতি। চার নবজাতকের নাম রেখেছেন হাসান, হুসেইন, ফাতেমা ও আমেনা। এই ভাগ্যবান দম্পতির বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামে।

 

প্রসূতির স্বজনরা জানান, প্রসূতি আনোয়ারা বেগম গর্ভবতী হওয়ার সাত মাস ১৭ দিনের মাথায় সোমবার রাত থেকেই আকস্মিক প্রচণ্ড প্রসব ব্যথা অনুভব করেন। ১৮ আগস্ট ভোরে জামালপুর শহরের বজরাপুরে বেসরকারি হাসপাতাল জিয়া হেলথ কমপ্লেক্সে ভর্তি করান। সেখানকার গাইনি সার্জন চিকিৎসক সাজদা-ই-জান্নাত প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন এবং একটি কন্যাসন্তান প্রসব হয়। কিন্তু গর্ভে আরও সন্তান থাকার বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষা করে অস্ত্রোপচারের মাধ্যমে আরো এক মেয়ে ও দুই ছেলে প্রসব করান। চারটি নবজাতকই অপরিণত বয়সের এবং স্বাভাবিকের চাইতে অনেক কম ওজন নিয়ে জন্ম নেয়ায় বিশেষ যত্নে জন্য চার নবজাতককেই দ্রুত জামালপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার তাদের মায়ের চিকিৎসা চলছে প্রসবের স্থান ওই হাসপাতালে।

 

ইজিবাইকচালক বেলাল হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘আমরা প্রথম বুঝতে পারি নাই যে একসাথে চার বাচ্চা হবো। আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তাররা দুই বাচ্চা পেটে থাকার কথা বলছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি করার পর প্রথমে এক মেয়ে হয় নরমালভাবে। পরে ডাক্তারদের কথা মতো অপারেশন করাতে রাজি হই। অপারেশন করার পর আরো এক মেয়ে ও দুই ছেলের জন্ম হয়। আমাদের অপারেশন করানোর কোন প্রস্তুতি ছিল না। চারজনের নাম রাখছি হাসান, হুসেইন, ফাতেমা ও আমেনা। আল্লাহ যেন চার বাচ্চা ও বাচ্চার মায়েরে সুস্থ করে দেয় এতেই আমি খুশি।’

 

জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান এ প্রতিবেদককে বলেন, অপরিণত বয়স ও স্বাভাবিকের চাইতে কম ওজন নিয়ে জন্ম গ্রহণ করা নবজাতকদের নিয়ে শঙ্কা থাকে অনেক। তবে আলোচিত এই চার নবজাতক এখন পর্যন্ত সুস্থ আছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর