• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে মাস্ক না পরায় ও মূল্য তালিকা না থাকায় জরিমান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ জুন ২০২০  

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জামালপুরের ইসলামপুরে পথচারী,মাংস ও মুদি দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

 

বৃহস্পতিবার ইসলামপুর বাজারের  মুদির দোকান,মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা এবং রাস্তায় চলাচল করা গণপরিবহন এবং মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই জরিমানা করা হয়। দন্ডিতদের কাছ থেকে ৬হাজার ৯শত টাকা আদায় করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সুরাইয়া আক্তার লাকী।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। 

 

সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে আমরা কোনও ছাড় দিচ্ছি না। 

 

বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময়ে দন্ডিতদের কাছ থেকে ৬হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর