• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কাজিপুরে রাইস ট্রান্সপ্লাটারে ধানের চারা রোপন এর উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

চলমান ২০২০-২০২১ অর্থ বছরে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সিরাজগঞ্জের কাজিপুরে রাইস ট্রান্সপ্লান্টারের সাহয্যে রোপা ধানের চারা রোপন কার্যক্রমের ্উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা সোনামুখী বøকে কৃষক আব্দুস সালামের জমিতে এই পদ্ধতিতে চারা রোপন কাজের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ পরিচালক আবু হানিফ ও ডিটিও এসএম শহিদ নূর আকবর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর উপজেলার বাস্তবায়নে রোপন কাজের উদ্বোধনকালে আবু হানিফ বলেন, ‘ বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে কৃষির আধুনিকায়ন ব্যাপকভাবে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সময় এবং শ্রমকে সাশ্রয় করতেই এই পদ্ধতির প্রয়োগ করা হয়েছে।’ 

 

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রসেনজিত তালুকদার, কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, উপসহকারি কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, মাহমুদুল হাসান মাসুম, শফিকুল ইসলাম প্রমূখ। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর