• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গাইবান্ধায় ডিবি পুলিশের হাতে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৮

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০  

গাইবান্ধা জেলা ডিবি পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনটি চোরাই মটরসাইকেলসহ  আন্তঃজেলার সংঘবদ্ধ মটর সাইকেল চোর চক্রের ৮ জন কে আটক করেছে।

 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,চুরি, ছিনতাই, সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে  বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবির  একটি চৌকস টিম এস আই নওশাদ  হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান করিয়া আন্তঃজেলার মোটরসাইকেল  চোর চক্রের সদস্য ( ১)  জামাত আলী( ৪৫) পিতা মৃত  হাকিমুদ্দিন সাং বৈস্যনাথ, ২। আমিনুল ইসলাম(৫১) মেম্বর পিতা হাকিমুদ্দিন সাং ছানদিয়াপুর ,৩। আব্দুল্লা আল মামুন মিঠু (৫২) পিতা মৃত মতিন সরকার সাং নিচপাড়া  সকলের থানা সাদুল্লাপুর  জেলা গাইবান্ধা ও ৪। আম সামাদ (৫০) পিতা মৃত কামাল উদ্দিন সাং শাল বাড়িয়া থানা জেলা পাবনা কে  আটক করে তাহাদের বলা মতে পাবনা জেলায় আসামী সামাদের বাড়ি হতে ১৬ জুলাই ২০২০ ইং তারিখ সকাল ৭. ০০ টায় সুন্দরগঞ্জ  থানা এলাকা হতে চুরি যাওয়া মটর সাইকেল বাজাজ -১০০.ও বাজাজ প্লাটিনা-১০০ উদ্ধার করা হয়।উল্লেখিত আসামীদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায়  একাধিক মামলা রয়েছে।

ডিবির  অপর একটি টিম ফুলছড়ি থানা এলাকার বাগবাড়ি হতে ১।  সাইদুল ইসলাম(৩০) পিতা আনসার আলী ২। মোঃ জাহিদুল ইসলাম(২২) পিতা  মোহম্মদ আলী (৩) মোঃ আবু হাসেম (৩৮)প্ংি মোঃ খায়রুজ্জামান সকলের সাং খন্চা পাড়া, ৪। মোঃ খালেক (৩১)পিতা কোরবান আলী সাং দিলাবাড়ি সকলের থানা ফুলছড়ি জেলা গাইবান্ধাদের  আটক করে এবং এসময় চোরাইমটর সাইকেল টিভিএস মেট্রো -১০০ সিসি আসামী আবু হাসেমের বাড়ি হতে  উদ্ধার করা হয়। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায়  একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এখবর নিশ্চিত করে ডিবি ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এছাড়াও তদন্ত সাপেক্ষে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর