• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে "ক্ষীরাই শশার প্লট পরিদর্শন"

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলাv ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকের আওতাধীন সোনা কুড়া গ্রামে আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার শাক সবজি উৎপাদনকারী দলের "ক্ষিরার প্লট পরিদর্শন" করা হয়। 

 

সোনা কুড়া উৎপাদনকারী দলের সদস্য মোছাঃ জোসনা বেগমের "ক্ষীরাই শশার প্লট" সকল সদস্য মিলে পরিদর্শন করা হয়। সকল সদস্য শাক সবজির  সমস্যাবলী নিয়েও আলোচনা করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)।

 

 সিএফ মোঃ ফরিদুল ইসলাম প্রদর্শনী প্লটের কৌশল ও ফলাফল সম্পর্কে জিজ্ঞেস করলে , জোসনা বেগম বলেন যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওসমান গনি সাহেবের দিক নির্দেশনা ও পরামর্শ ক্রমে ক্ষীরাই শশার প্লট করা হয়েছে। মিষ্টি কুমড়া, লাউ, শিম, বডবডি এর আলাদা আলাদা প্লট করা হয়। 

 যার ফলে অন্যান্য বছরের চেয়ে এ বছর অধিক বাম্পার ফলন আশাবাদী।

 

এর আগে উক্ত শাক সবজি উৎপাদনকারী দলের মাসিক মিটিং সেশন পরিচালনা করা হয়। 

 

উক্ত দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করা হয়।

তিনি সকলের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

উক্ত সভায় সেক্রেটারি আঃ খালেক  বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। উক্ত সভায় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রকল্পের পরিচিতি সম্পর্কে ও উৎপাদনকারী দলের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

 

উক্ত সভায় আরও আলোচনা করেন ম্যান কেয়ার সম্পর্কে। ম্যান কেয়ার বিস্তারিত আলোচনার পর সদস্য গন ম্যান কেয়ার গ্রুপ গঠনের আগ্রহ প্রকাশ করেন এবং ম্যান কেয়ার গ্রুপের চুড়ান্ত তালিকা করা হয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর